ঢাকা টু সিলেট বিমান ভাড়া ও ফ্লাইটের সময়সূচী

ঢাকা টু সিলেট বিমান ভাড়া
সিলেট

সিলেট বিভাগের  প্রধান শহর সিলেট।  সুরমা নদীর তীরবর্তী এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। অর্থনৈতিক ভাবে যেমন সমৃদ্ধ সিলেট তেমনি শিল্প ও প্রাকৃতিক সম্পদের দিক থেকেও বেশ সমৃদ্ধ। সিলেটর  জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, বিছনাকান্দির স্বচ্ছ জলরাশি পর্যটকদের টেনে আনে বার বার। সিলেটের প্রচুর মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রেরন করছেন বাংলাদেশে এবং বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছেন। 

ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৩৯ কিলোমিটার। 

দেশীয় প্রতিটি বিমান সংস্থা ঢাকা – সিলেট  এবং সিলেট  – ঢাকা রুটে ফ্লাইট সার্ভিস দিচ্ছে প্রতিদিন। বাংলাদেশের এই বিমান সংস্থাগুলো হোল 

প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশ ১৮ টি, ইউ এস বাংলা এয়ারলাইন্স ৭ টি, নভোএয়ার ৭ টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এয়ারলাইন্সগুলো প্রতিদিন কতোগুলো ফ্লাইট পরিচালনা করছে তার একটা ছক নীচে দেয়া হোল

বারবিমান সংস্থার নামফ্লাইট সংখ্যা
শনিবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স৪টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি
রবিবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স১টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি
সোমবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স২টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি
মঙ্গলবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স১টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি
বুধবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স৪টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি
বৃহস্পতিবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স১টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি
শুক্রবারবিমান বাংলাদেশ এয়ারলাইন্স৫টি
ইউ এস বাংলা১টি
নভ এয়ার১টি

এখানে বলে রাখা ভালো যে, অন্যান্য সকল ফ্লাইটের মতো ঢাকা  সিলেট ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। যান্ত্রিক সমস্যা, আবহাওয়া বা অন্য যেকোনো কারনে বিমান সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা এবং সময়সূচীতে পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে নিশ্চিত হতে হলে আপনি যে এয়ারলাইন্স সংস্থার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করুন। 

ঢাকা টু সিলেট বিমান ভাড়া

ঢাকা সিলেট রুটের তুলনামুলক ভাড়ার ধারনা

বিমান সংস্থাসর্বনিম্ন জনপ্রতি ভাড়াসর্বোচ্চ জনপ্রতি ভাড়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৩,০০০ টাকা৭,০০০ টাকা
ইউ এস বাংলা২,৬৯৯ টাকা৬,০০০ টাকা
নভ এয়ার২,৭০০ টাকা৬,৬০০ টাকা

বি দ্রঃ বিমান ভাড়া সবসময় পরিবর্তনশীল। যেকোনো সময় ভাড়া পরিবর্তন হতে পারে।

সবার সাথে শেয়ার করুন

Reply

error: Content is protected !!