দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি  মধ্য প্রাচ্যের প্রধান ব্যবসায় কেন্দ্র। দুবাই শহরের অত্যাধুনিক আকাশচুম্বী ভবন, বিশাল বিশাল সব শপিং মল, প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।  আপনি দুবাই ভ্রমন করতে চাইলে  আপনার ভ্রমন পরিকল্পনার উপর নির্ভর করে সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই টুরিস্ট ভিসার ভিসার মেয়াদ ৩০ দিন  থেকে ৯০ দিন পর্যন্ত হয়ে থাকে। তবে আপনি চাইলে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে মেয়াদ বাড়ানোর জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। ৩০ দিন করে সর্বোচ্চ ২ বার ভিসার মেয়াদ বাড়ানো যায়।

দুবাই টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এবং কোথায় জমা দিবেন তার বিস্তারিত এখন আলোচনা করব। আশা করি পুরো লেখাটি মনোযোগ দিয়ে পরবেন। 

দুবাই টুরিস্ট ভিসার জন্য আপনি দুইভাবে আবেদন করতে পারেন

  • এয়ারলাইন্স এর মাধ্যমে
  • ট্রাভেল এজেন্টের মাধ্যমে

টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

এয়ারলাইন্স এর মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া

এয়ারলাইন্সের মাধ্যমে দুবাই ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই এই একই এয়ারলাইন্সের টিকিট আপনাকে ক্রয় করতে হবে। যেসব এয়ারলাইন্সের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন সেগুলো হলঃ

ঈতিহাদ এয়ারওয়েজ ভিসা সার্ভিস

ঈতিহাদের মাধ্যমে ভিসা আবেদন করার পর ৩ থেকে ৪ কর্ম দিবস সময় লাগে ভিসা পেতে এবং ভিসা ফি ফেরতযোগ্য নয়। সব ধরনের ভিসার মেয়াদ ৩০ দিন করে সর্বোচ্চ ২ বার বাড়ানো যায়। প্রতিবার ভিসার মেয়াদ বাড়াতে খরচ পরে ৯৬০ দিরহাম। নীচে টুরিস্ট ভিসার ধরন অনুযায়ী ভিসা ফি ও প্রয়োজনীয় তথ্য দেয়া হল

টুরিস্ট ভিসার ধরনভিসার মেয়াদপ্রবেশাধিকারভিসা ফি
সিঙ্গেল এন্ট্রি৩০১ বার৩৫০ দিরহাম
মাল্টিপল এন্ট্রি৩০১ এর অধিকবার৬৫০ দিরহাম
সিঙ্গেল এন্ট্রি (লং টার্ম)৯০১ বার১০০০ দিরহাম
মাল্টিপল এন্ট্রি (লং টার্ম)৯০১ এর অধিকবার২৫০০ দিরহাম

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ

  • পূরণ কৃত এপ্লিকেশন ফর্ম।
  • ১ কপি ছবি। সাইজঃ ৬x৬ সেমি, ব্যাকগ্রাউন্ডঃ সাদা এবং চেহারার ৮০% দৃশ্যমান হতে হবে।
  • ৬ মাসের মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট।
  • ১ কপি পাসপোর্টের স্ক্যান কপি।
  • কনফার্ম টিকিট কপি। ঢাকা থেকে আবুধাবি এবং আবুধাবি থেকে ৩য় গন্তব্যের।
  • পরিবারের সদস্য যেমন স্ত্রী, ১৮ বছরের কম বয়সী শিশু এবং 60 বছরের বেশি বয়সী পিতা –মাতার জন্য অবশ্যই সহায়ক প্রমানপত্র জমা দিতে হবে যা সম্পর্কের অবস্থা প্রমাণ করে। উদাহরণস্বরূপ, বিবাহের সনদপত্র বা জন্ম সনদপত্র।

এমিরাতস এয়ারলাইন ভিসা সার্ভিসঃ

এমিরাতসের মাধ্যমে ভিসা আবেদন করার পর ৩ থেকে ৪ কর্ম দিবস সময় লাগে ভিসা পেতে এবং ভিসা ফি ফেরতযোগ্য নয়। সব ধরনের ভিসার মেয়াদ ৩০ দিন করে ২ বার বাড়ানো যায়। প্রতিবার ভিসার মেয়াদ বাড়াতে খরচ পরে ৮৫০ দিরহাম। নীচে টুরিস্ট ভিসার ধরন অনুযায়ী ভিসা ফি ও প্রয়োজনীয় তথ্য দেয়া হলঃ

টুরিস্ট ভিসার ধরনভিসার মেয়াদপ্রবেশাধিকারভিসা ফি
সিঙ্গেল এন্ট্রি৩০১ বার৩৩০ দিরহাম
মাল্টিপল এন্ট্রি৩০১ এর অধিকবার৮০০ দিরহাম
সিঙ্গেল এন্ট্রি (লং টার্ম)৯০১ বার৬৫০ দিরহাম
মাল্টিপল এন্ট্রি (লং টার্ম)৯০১ এর অধিকবার১৭০০ দিরহাম

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ

  • ১ কপি ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি।
  • ৩ মাস মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট।
  • পাসপোর্টের স্ক্যান কপি।
  • এমিরাতস এয়ারলাইনের রিটার্ন টিকিট কপি।

ফ্লাই দুবাই ভিসা সার্ভিসঃ

আপনি যদি ফ্লাই দুবাই এর সাহায্যে দুবাই টুরিস্ট ভিসা করতে চান কিংবা আপনি যদি এখন দুবাই থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার পরিবার, আত্মীয় বা বন্ধু-বান্ধবকে দুবাই টুরিস্ট হিসেবে নিয়ে যেতে, তাহলে দুবাই অথবা বাংলাদেশে অবস্থিত ফ্লাইদুবাই ট্রাভেল শপ এ আপনাকে যোগাযোগ করতে হবে। তবে যোগাযোগ করার আগে ফ্লাই দুবাইয়ের ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণ করে নিয়ে যেতে পারেন।

ফ্লাই দুবাই ভিসা এপ্লিকেশন ফর্ম পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ

  • সঠিকভাবে পূরণকৃত ফ্লাই দুবাইয়ের ভিসা এপ্লিকেশন ফর্ম।
  • ১ কপি ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি।
  • বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
  • পূর্বে দুবাই ভ্রমন করেছেন এর প্রমান হিসেবে আগে দুবাই প্রবেশের ভিসা কপি।
  • ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদপত্রের কপি।

এয়ার এরাবিয়া ভিসা সার্ভিসঃ

আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন এবং পরিবার, আত্মীয় বা বন্ধুদের জন্য ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে এয়ার আরবিয়ার সাহায্যে ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য দুবাই বা বাংলাদেশে এয়ার এরাবিয়ার সেলস অফিসে যোগাযোগ করতে পারেন।

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবেঃ

  • আপনার সর্বনিন্ম বেতন হতে হবে ৩০০০ দিরহাম। (৩০ দিনের টুরিস্ট ভিসার জন্য)
  • আপনার সর্বনিন্ম বেতন হতে হবে ৫০০০ দিরহাম। (৯০ দিনের টুরিস্ট ভিসার জন্য)
  • পাসপোর্টের কপি ও ৩ মাসের মেয়াদ সম্পন্ন রেসিডেন্স ভিসা কপি।
  • বিগত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • সেলারি সার্টিফিকেট
  • ন্যূনতম ৩ মাসের ভাড়াটে চুক্তি পত্র।
  • ভ্রমনকারীর ২ কপি পাসপোর্টের স্ক্যান কপি। অবশ্যই পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে।
  • সাদা বেকগ্রাউন্ড সহ ২ কপি ল্যাব প্রিন্ট ছবি।
  • প্রত্যেক ভ্রমণকারীর জন্য ক্যাশ ডিপোজিট করতে হবে ২৫০০ দিরহাম।

ট্রাভেল এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া

সংযুক্ত আরব আমিরাতের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্টের মাধ্যমে সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে যেসব কাগজপত্র দরকার সেগুলো হলঃ

  • সঠিকভাবে পূরণকৃত ভিসা এপ্লিকেশন ফর্ম।
  • ২ কপি ল্যাব প্রিন্ট ছবি জমা দিতে হবে (সাইজ হবে ৪৫ মি.মি X ৩৫ মি.মি)। ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা।
  • নূন্যতম  ৬ মাস মেয়েদ সম্পন্ন একটি পাসপোর্ট। 
  • আপনি যে পেশায় আছেন সে পেশার প্রমানপত্র।
  • আপনার কোম্পানির লেটার হেডে একটা আন্ডার টেকিং লেটার দিতে হবে, এতে উল্লেখ থাকবে যে, কোন কারনে ভ্রমণকারী যদি ভিসার শর্ত ভঙ্গ করেন তাহলে এর দায়ভার উক্ত কম্পানি বহন করবে।
  • ভিসা অফিসার, এম্বাসি অফ দুবাই, ঢাকা বরাবর একটি ফরওয়ার্ডিং লেটার
  • রিটার্ন এয়ার টিকেট বুকিং কপি।
  • হোটেল বুকিং কপি।
  • ভ্রমণকারীর ভিজেটিং কার্ড।
  • যোগাযোগের জন্য দুটি ফোন নাম্বার। (বাংলাদেশী)

বি দ্রঃ ভিসা প্রসেসের জন্য প্রদত্ত যেকোনো ডকুমেন্টস জাল প্রমাণিত হলে, আপনার ভিসার আবেদনটি নিশ্চিতভাবে প্রত্যাখ্যান হবে এবং ইহা আইনতঃ দন্ডনীয় অপরাধ।

ট্রিপিজেন ভিসা সার্ভিসের মাধ্যমে দুবাই ভিসা প্রসেসিং করতে চাইলে প্রথমে হয়াটস অ্যাপ বা ইমেইলের মাধ্যমে আপনার ডকুমেন্টস গুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। ভিসা কনসাল্টেন্ট সবগুলো ডকুমেন্টস ভালো করে পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় আপনাকে ফোনে জানিয়ে দিবেন।

টুরিস্ট ভিসা নবায়ন বা বর্ধিত করা

সকল প্রকার ট্যুরিস্ট ভিসার মেয়াদ ৩০ দিনের জন্য নির্ধারিত ফি প্রদান করে সর্বোচ্চ দুইবার বাড়ানো যেতে পারে। এর জন্য দেশ ছাড়ার কোন প্রয়োজন নেই। প্রতিবার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে খরচ পরবে ৬০০ দিরহাম এবং এই আবেদন ভিসার মেয়াদ শেষ হবার পূর্বেই করতে হবে। অন্যথায় মেয়াদ শেষ হবার পর প্রতিদিনের জন্য ১০০ দিরহাম জরিমানা প্রদান করতে হবে।