বাংলাদেশর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি শহর কক্সবাজার। বাংলাদেশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে কক্সবাজার তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অন্যতম । পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। যার দৈর্ঘ্য ১৫৫ কিলোমিটার। কক্সবাজার পানয়া নামেও পরিচিত ছিল এবং এর প্রাচীন নাম ছিল পালঙ্ক। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৪১২ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ১৫২ কিলোমিটার। বাংলাদেশের বিভিন্ন অঞ্ছল থেকে প্রায় প্রতিদিনই এই সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার যেয়ে থাকেন। তাছাড়া শীতকালে প্রচুর দেশী ও বিদেশি পর্যটক ভিড় করেন কক্সবাজারে।
ঢাকা থেকে কক্সবাজারে স্থলপথে যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘণ্টা এমনকি তারচেয়েও বেশি তাই সময় বাঁচাতে এখন অনেকেই আকাশ পথে ভ্রমণ করেন। মাত্র ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টায় আপনি ঢাকা থেকে পৌঁছে যেতে পারেন কক্সবাজার এয়ারপোর্টে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান সংস্থার উন্নত সার্ভিস এবং সহজ লভ্যতার জন্য এখন আকাশপথ বেশ জনপ্রিয়। অনেকে বিভিন্ন প্রয়োজনে ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকায় কাজ সেরে চলে যেতে পারছেন দিনে দিনেই।
দেশীয় প্রতিটি বিমান সংস্থা ঢাকা – কক্সবাজার এবং কক্সবাজার – ঢাকা রুটে ফ্লাইট সার্ভিস দিচ্ছে প্রতিদিন। বাংলাদেশের এই বিমান সংস্থাগুলো হোল
প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশ ৭ টি, ইউ এস বাংলা এয়ারলাইন্স ১৪ টি, নভোএয়ার ২৮ টি, রিজেন্ট এয়ারওয়েজ ৭ টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এয়ারলাইন্সগুলো প্রতিদিন কতোগুলো ফ্লাইট পরিচালনা করছে তার একটা ছক নীচে দেয়া হোল
বার | বিমান সংস্থার নাম | ফ্লাইট সংখ্যা |
শনিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ২টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি | |
রবিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি | |
সোমবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি | |
মঙ্গলবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি | |
বুধবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি | |
বৃহস্পতিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি | |
শুক্রবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ২টি | |
নভ এয়ার | ৪টি | |
রিজেন্ট এয়ারওয়েজ | ১টি |
এখানে বলে রাখা ভালো যে, অন্যান্য সকল ফ্লাইটের মতো ঢাকা কক্সবাজার ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। যান্ত্রিক সমস্যা, আবহাওয়া বা অন্য যেকোনো কারনে বিমান সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা এবং সময়সূচীতে পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে নিশ্চিত হতে হলে আপনি যে এয়ারলাইন্স সংস্থার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করুন।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া
ঢাকা কক্সবাজার রুটের তুলনামুলক ভাড়ার ধারনা
বিমান সংস্থা | সরবনিম্ন জনপ্রতি ভাড়া | সর্বোচ্চ জনপ্রতি ভাড়া |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৩,৫০০ টাকা | ১১,০০০ টাকা |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ৪,২০০ টাকা | ১০,৫০০ টাকা |
নভোএয়ার | ৩,৯০০ টাকা | ৯,০০০ টাকা |
রিজেন্ট এয়ারওয়েজ | ৩,৯৯৯ টাকা | ৯,৮০০ টাকা |
বি দ্রঃ বিমান ভাড়া সবসময় পরিবর্তনশীল। যেকোনো সময় ভাড়া পরিবর্তন হতে পারে।
0 Comment