ইতিহাদ এয়ারওয়েজ টিকিট চেক করার আগে সংক্ষেপে বিমান সংস্থাটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক।ইতিহাদ এয়ারওয়েজ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা। এর সদর দপ্তর আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। ২০০৩ সালে এই বিমান সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তাদের বহরে মোট বিমান সংখ্যা ৮৫ টি এবং সংস্থাটি পৃথিবীর ৩২১ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে।
ইতিহাদ এয়ারওয়েজ টিকিট চেক করতে হলে বাম পাশের লিংকে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর মেন্যু বা “Manage” অপশন থেকে “View or change booking” অপশনটিতে ক্লিক করতে হবে।

এবার আপনার সামনে যে পেইজটি আসবে সেখানে “Booking reference or ticket number” এবং “Your last Name” দেবার অপশন আসবে। আপনার টিকিটে থাকা পি.এন.আর/ টিকিট নম্বর এবং আপনার নামের শেষের অংশ নির্ধারিত স্থানে বসিয়ে “View / print itinerary” অপশনটি সিলেক্ট করে “FIND MY BOOKING” বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার টিকিটের সব তথ্য চলে আসছে। কোন কারনে আপনার টিকিটের তথ্য না আসলে দ্রুত যেখান থেকে টিকিট করেছেন সেখানে যোগাযোগ করুন।
0 Comment