অস্ট্রেলিয়া ভিসা প্রসেস করার আগে আপনাকে ঠিক করতে হবে কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন অর্থাৎ আপনার ভ্রমনের উদ্দেশ্যে কি? তা হতে পারে  পর্যটন, ব্যবসা, কাজ, অধ্যয়ন, বা পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য। অনলাইনে ভিসা আবেদন করার পর বাংলাদেশে ভি এফ এস এ গিয়ে বায়োমেট্রিক্স জমা দিতে হবে। বায়োমেট্রিক্স জমা দেবার পর আস্ট্রেলিয়া ইমিগ্রেশন সব তথ্য যাচাই বাছাই করে ইমেইলে ভিস কপি পাঠিয়ে দেবেন।

অস্ট্রেলিয়া ভিসা টাইপ

অস্ট্রেলিয়ান ভিসা নিম্নলিখিত বিভাগে বিভক্ত করা হয়ঃ

  • Visitor visas– এটি স্বল্প-মেয়াদী ভ্রমণকারীদের জন্য, যারা অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে চান না
    • Tourist Visa (Subclass 600)
    • Electronic Travel Authority (Subclass 601)
    • eVisitor (Subclass 651)
    • Medical Treatment Visa (Subclass 602)
  • Study and training visas– এই ভিসার বিভাগে আন্তর্জাতিক ছাত্র, প্রশিক্ষণার্থী, সেইসাথে অপ্রাপ্তবয়স্ক আন্তর্জাতিক ছাত্রদের অভিভাবক বা অভিভাবকদের জন্য দেয়া হয়।
    • Student Visa (Subclass 500)
    • Training Visa (Subclass 407)
    • Student Guardian Visa (Subclass 590)
  • Parent visas– পিতামাতার ভিসা। এই শ্রেণীর ভিসা অস্ট্রেলিয়ান নাগরিকদের পিতামাতা, স্থায়ী বাসিন্দা বা নিউজিল্যান্ডের যোগ্য নাগরিকদের জন্য দেয়া হয়।
    • Parent Visa (Subclass 103)
    • Aged Parent Visa (Subclass 804)
    • Contributory Aged Parent Visas (Subclass 884 and subclass 864)
    • Contributory Parent Visa (Subclass 173) – Temporary
    • Contributory Parent Visa (Subclass 143)
  • Family visas– এই শ্রেণীর ভিসা অপ্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক ডিপেনডেন্ট আত্মীয়, বা অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা বা নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য দেয়া হয়।
    • Adoption Visa (Subclass 102)
    • Aged Dependent Relative Visas (Subclass 114 and subclass 838)
    • Carer Visas (Subclass 836 and subclass 116)
    • Dependent Child Visa (Subclass 445)
    • New Zealand Citizen Family Relationship Visa (Subclass 461) – Temporary
    • Orphan Relative Visas (Subclass 117 and subclass 837)
    • Remaining Relative Visas (Subclass 115 and subclass 835)
  • Partner visas– এই শ্রেণীর ভিসা স্বামী/স্ত্রী অথবা অস্ট্রেলিয়ান নাগরিকদের সম্ভাব্য পত্নী, স্থায়ী বাসিন্দা বা নিউজিল্যান্ডের যোগ্য নাগরিকদের জন্য দেয়া হয়। 
    • Prospective Marriage Visa (Subclass 300)
    • Partner Visa (Subclass 309) – Provisional
    • Partner Visa (Subclass 100) – Migrant
    • Partner Visa (Subclass 820) – Temporary
    • Partner Visa (Subclass 801) – Permanent
  • Humanitarian visas– এই ধরনের ভিসা শরণার্থীদের জন্য দেয়া হয় এটি নিন্মক্ত কয়েকটি ভাগে বিভক্তঃ
    • Refugee Visa (Subclasses 200, 201, 203, and 204)
    • Global Special Humanitarian (Subclass 202)
    • Protection Visa (Subclass 866)
    • Temporary Protection Visa (Subclass 785)
    • Safe Haven Enterprise Visa (Subclass 790)
  • Bridging visas– এই ধরনের ভিসা ধারককে অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেয় যখন তাদের অভিবাসন আবেদন প্রক্রিয়া করা হচ্ছে।
    • Bridging visa A – BV (Subclass 010)
    • Bridging visa B – BVB (Subclass 020)
    • Bridging visa C – BVC (Subclass 030)
    • Bridging visa E – BVE (Subclass 050 and 051)
  • Work visas– এই ধরনের ভিসা ধারককে অস্ট্রেলিয়ায় বৈধভাবে কাজ করার অনুমতি দেয়। কাজের ধরনের উপর নির্ভর করে ভিসার ধরন কয়েকটি ভাগে বিভক্তঃ 
    • Global Talent Visa (Subclass 858)
    • Employer Nomination Scheme (Subclass 186)
    • Permanent Residence Visa (Subclass 191) – Skilled Regional
    • Regional Sponsored Migration Scheme (Subclass 187)
    • Skilled Employer-Sponsored Regional Visa (Subclass 494) – Provisional
    • Skilled Independent Visa (Subclass 189)
    • Skilled Nominated Visa (Subclass 190)
    • Skilled Recognised-Graduate Visa (Subclass 476)
    • Skilled Regional Visa (Subclass 887)
    • Skilled Work Regional Visa (Subclass 491) – Provisional
    • Temporary Activity Visa (Subclass 408)
    • Temporary Graduate Visa (Subclass 485)
    • Temporary Work Visa (Subclass 403) – International Relations
    • Temporary Work Visa (Subclass 400) – Short Stay Specialist
    • Temporary Skill Shortage Visa (Subclass 482)
  • Business and investment visas– এই ধরনের ভিসা ব্যবসার মালিকদের দেয়া হয় যারা অস্ট্রেলিয়ায় নতুন ব্যবসা পরিচালনা করতে বা  বিনিয়োগ করতে চান।
    • Business Innovation and Investment Visa (Subclass 888) – Permanent
    • Business Innovation and Investment Visa (Subclass 188) – Provisional
    • Business Owner (Subclass 890)
    • Business Talent Visa (Subclass 132) – Permanent
    • Investor Visa (Subclass 891)
    • State or Territory Sponsored Business Owner Visa (Subclass 892)
    • State or Territory Sponsored Investor Visa (Subclass 893)
  • Transit visa (subclass 771)– এই ভিসায় অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে 72 ঘন্টা পর্যন্ত ট্রানজিট করতে পারবেন।

অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়?

অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইন আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য, আপনাকে যা যা করতে হবে তার সবগুলো ধাপ নীচে দেয়া হোলঃ 

প্রথমে একটি ImmiAccount তৈরি করতে হবে। ImmiAccount হল অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল পোর্টাল। এটি সমস্ত ভিসা অ্যাপ্লিকেশন পরিচালনা করে। এখানে  আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং তারপর আপনার ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি নিশ্চিত করতে হবে।

অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করলে আপনি যে ধরনের ভিসার জন্য আবেদন করতে চান তা নির্বাচন করতে হবে যা এই ক্ষেত্রে পর্যটন ভিসা (Tourist Stream Visa, Subclass 600)।

তারপর, আপনাকে আপনার ভিসার জন্য অনলাইন আবেদন ফর্ম করতে হবে। প্রায় ১৯ পাতার একটি ফর্ম। এখানে আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে যেমন আপনার ভ্রমণের কারণ, ভ্রমণের সময়কাল, আপনার নাম, জন্মদিন, আপনার বৈবাহিক অবস্থা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য। ফর্ম পূরণ করার সময় অবশ্যই অস্ট্রেলিয়া ভিসা প্রসেস করতে যেসব ডকুমেন্টস দরকার তা রেডি করে রাখতে হবে।

ডকুমেন্টস আপলোড  হয়ে গেলে ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে ভিসা ফি দিতে হবে।
ভিসা ফি জমা হয়ে গেলে আপনাকে বাংলাদেশে ভি এফ এস এ গিয়ে বায়োমেট্রিক্স জমা দিতে হবে। বায়োমেট্রিক্স জমা দিতে হলে ভি এফ এস এ একটি একাউন্ট খুলতে হবে এবং নির্দিষ্ট দিনে গিয়ে বায়োমেট্রিক্স জমা দিতে হয়।

অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • মিনিমাম ৬ মাসের মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট।
  • নিজের সাম্প্রতিক তোলা ছবি।যার সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং আপনার ছবি অবশ্যই পরিষ্কার এবং সম্পূর্ণরূপে দৃশ্যমান হতে হবে।
  • অস্ট্রেলিয়ায় থাকাকালীন সময়ে আর্থিকভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন এমন প্রমানপত্র। এর জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার স্পনসরের একটি চিঠি অন্তর্ভুক্ত করতে হবে যাতে উল্লেখ থাকবে তারা আপনার সফরের সময় আপনার আর্থিক সহায়তা করবে।
  • ট্রাভেল হেলথ ইন্সুরেন্সের কপি।
  • এন ও সি (নো অব্জেকশন সার্টিফিকেট) এন ও সি তে অবশ্যই আপনি কত দিনের ছুটিতে যাবেন এবং কবে ফিরত আসবেন তা উল্লেখ থাকতে হবে।
  • ইনভাইটেশন লেটারঃ  অস্ট্রেলিয়ায় যদি আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো বন্ধু থাকে যারা আপনাকে স্পনসর করতে পারে, তাদেরকে অবশ্যই আপনার জন্যে ইনভাইটেশন লেটার লিখতে হবে। চিঠিতে অবশ্যই আপনার দুজনের মধ্যে সম্পর্ক, আপনার থাকার সময়কাল, আপনি তাদের সাথে থাকবেন কিনা এবং আপনার ভ্রমনের সময় আপনি কী করতে চান তা অন্তর্ভুক্ত করতে হবে।
  • এয়ার টিকিট এবং হোটেল বুকিং কপি
  • ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি আপনার দেশে ফিরে যাবেন এমন প্রমাণপত্র।

অস্ট্রেলিয়ান ভিসার জন্য সমস্ত কাগজপত্র অবশ্যই ইংরেজিতে প্রত্যয়িত কপি হতে হবে। যদি সেগুলি না হয়, তাহলে অবশ্যই একজন পেশাদার অনুবাদকের দ্বারা অনুবাদ করতে হবে৷

বায়োমেট্রিক্স কিভাবে জমা দেব?

বায়োমেট্রিক্স জমা দিতে হলে প্রথমে ভি এফ এস এর ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় যে ইমেইল দেবেন সে মেইলে আপনার লগিন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর আপনার লগিন আইডি দিয়ে আপনার বায়োমেট্রিক্স এর তারিখ নির্ধারণ করার জন্য এপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এপয়েন্টমেন্ট বুক করার পর নির্ধারিত দিনে আপনাকে ভি এফ এস এর অফিসে যেতে হবে এবং আপনার ১০ আঙ্গুলের ছাপ এবং ফটো বায়োমেট্রিক করা হবে। সমস্ত কাজ সম্পর্কে জানতে ভি এফ এস এর ওয়েবসাইট এর এই লিংক এ ক্লিক করুন।

অস্ট্রেলিয়া ভিসা প্রসেস হতে কত দিন সময় লাগে?

ট্যুরিস্ট ভিসার জন্য আপনার আবেদন প্রক্রিয়া করতে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অথরিটিজের সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে তবে এটি শুধুমাত্র কয়েক দিনও হতে পারে। অন্যদিকে, এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে একটি আবেদন প্রক্রিয়া করতে কয়েক মাস সময় লেগেছে। এটা নির্ভর করবে আপনার আবেদনের পরিস্থিতি, আপনার জাতীয়তা, আপনার সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা ইত্যাদির উপর।