ভিস্তারা এয়ারলাইন্স টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে গঠিত। ২০১৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভিস্তারা এয়ারলাইন্সের হেডকোয়ার্টার ইন্ডিয়ার গুরগাও এ অবস্থিত। ভিস্তারার বহরে মোট ৪৭ টি বিমান ৩৭ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী তাদের এমপ্লয়ি সংখ্যা ছিল ৯০০ জন।
টিকিট চেক করতে হলে প্রথমে ভিস্তারা এয়ারলাইন্স অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাবার পর মেন্যুবার থেকে “Manage My Booking” অপশনে ক্লিক করলে “Booking Reference Number” এবং “Passenger Last Name” দিতে বলবে। আপনার টিকিটে থাকে তথ্যেগুলো নিয়ে যথাস্থানে বসান এবং “Submit” ক্লিক করুন।
ব্যাস আপনার টিকিটের সব তথ্য এবার আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। এভাবে সার্চ করার পর যদি কোন তথ্য না আসে তবে দ্রুত আপনি যেখান থেকে টিকিট কেটেছেন সেখানে যোগাযোগ করুন।
0 Comment