নেপাল একটি এশীয় দেশ, সুন্দর সুন্দর মন্দির, বৈচিত্র্যময় সংস্কৃতির এবং মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের সর্বোচ্চ দশটি পর্বতের মধ্যে আটটি উচ্চতম পর্বতের জন্য নেপাল পরিচিত।হিমালয় পর্বতারোহণ করা ছাড়াও, শত বছরের পুরনো মন্দির, আকাশচুম্বী পর্বতমালা, জলপ্রপাত, বৈচিত্র্যময় সংস্কৃতি, বিভিন্ন উৎসব রয়েছে দেশটিতে। পৃথিবীর যেসব দেশে সহজেই একা ভ্রমণ করা যায়, তার মধ্যে নেপাল অন্যতম।

এই নিবন্ধটিতে নেপালের ভিসা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব, যার মধ্যে থাকবে আবেদন প্রক্রিয়া, ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, ফি, ভিসার প্রকার এবং অন্যান্য  প্রশ্ন উত্তর।

নেপালের ভিসার প্রকারভেদ কি কি?

 আপনি কোন উদ্দ্যেশে নেপাল ভ্রমন করবেন তার উপর ভিত্তি করে নেপাল সরকার বিদেশী নাগরিকদের জন্য যে ভিসাগুলো দিয়ে থাকে সেগুলো নিন্মরুপঃ

  • নেপাল ট্যুরিস্ট ভিসা, মূলত পর্যটকদের জন্য এই ভিসা ইস্যু করা হয়।
  • নেপাল বিইজনেস ভিসা, ব্যবসা বা বিনিয়োগের উদ্দেশ্যে দেশে প্রবেশকারী বিদেশীদের জন্য এই ভিসা দেয়া হয়।
  • নেপাল ট্রানজিট ভিসা, ২৪ ঘন্টার জন্য নেপালে ট্রানজিট করা বিদেশীদের জন্য এই ভিসা দেয়া হয়। নেপালে অন-এরাইভাল ট্রানজিট ভিসা করা যায়।
  • নেপাল ওয়ার্ক ভিসা, আপনি যদি কাজের উদ্দ্যেশে নেপাল ভ্রমন করেন তাহলে আপনাকে ওয়ার্ক ভিসা নিতে হবে। এই ভিসা নেপালের ইমিগ্রেশন বিভাগ দ্বারা জারি করা হয়।
  • নেপাল স্টুডেন্ট ভিসা, যারা নেপালে পড়াশোনা বা গবেষণা করতে চান বা কোন শিক্ষক যিনি নেপালে শিক্ষকতা করবেন তাদেরকে এই ভিসা দেয়া হয়। এই ভিসা পেতে হলে নেপাল সরকারের সংশ্লিষ্ট সংস্থার সুপারিশ বাধ্যতামূলক।

নেপাল ট্যুরিস্ট ভিসা প্রসেস

ট্যুরিস্ট ভিসার মাদ্ধমে পর্যটন বা অবসর সময় কাটানোর জন্য নেপালে প্রবেশের অনুমতি দেয়া হয়। আপনি চাইলে এই ভিসার ধরন পরিবর্তন করতে পারবেন নেপালে প্রবেশ করার পর। সেক্ষেত্রে নেপাল অভিবাসন বিভাগ থেকে আপনাকে অনুমতি নিতে হবে। উদাহরণ স্বরূপ, ধরুন আপনি নেপালে কাজ করতে যাবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে টুরিস্ট ভিসা নিয়ে নেপালে ঢুকতে হবে তারপর ভিসার ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন।

বাংলাদেশীদের জন্য অন-এরাইভাল এবং স্টিকার দুইভাবেই ভিসা করার সুযোগ রয়েছে। অন-এরাইভাল ভিসার জন্য আপনাকে শুধু প্লেনের টিকেট কেটে নেপালে যেতে হবে এবং এয়ারপোর্ট থেকে অন-এরাইভাল ভিসা সংগ্রহ করতে হবে। আর স্টিকার ভিসা নেয়ার জন্য বাংলাদেশে অবস্থিত নেপাল হাই-কমিশন থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে ভিসা নিতে হবে।

নেপাল ভিসা অন অ্যারাইভালের জন্য আবেদন করার সময় আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তা হল:

  • আপনার পাসপোর্ট, যার কমপক্ষে আরও ছয় মাসের মেয়াদ রয়েছে এবং কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
  • আপনার পাসপোর্টের ব্যক্তিগত তথ্য পৃষ্ঠার ফটোকপি।
  • নিজের একটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট-আকারের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সহ ১.৫ ইঞ্চি x ১.৫  ইঞ্চি)।
  • সঠিকভাবে পুরনকৃত  এবং স্বাক্ষরিত নেপাল ভিসা আবেদনপত্র।
  • নেপালে হোটেল বুকিং কপি যেখানে হোটেলের নাম, ঠিকানা এবং আপনার নাম উল্ল্যেখ থাকবে।
  • ফিরতি ফ্লাইটের টিকিট কপি।
  • বিগত ৬ মাসের ব্যাংক স্ট্যাটমেন্ট এর মুল কপি।
  • নেপালের ভিসা ফি পরিশোধ করার প্রমাণপত্র বা রশিদ।

বিঃদ্রঃ- নেপালে ইমিগ্রেশন অফিসারদের সামনে আপনি যেন ঠিকভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো উপস্থাপন করতে পারেন সেজন্যে ভ্রমণের আগে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে পারেন। এতে করে আপনার জানা হয়ে যাবে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন এবং কি কি ডকুমেন্টস আপনার আছে।

নেপাল স্টিকার ভিসার জন্য আবেদন করার সময় যে ডকুমেন্টস প্রয়োজনঃ

  • নেপাল ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র (অনলাইনে পূরণ করা প্রিন্ট কপি)
  • আপনার পাসপোর্ট, যার কমপক্ষে আরও ছয় মাসের মেয়াদ রয়েছে এবং কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
  • আপনার পাসপোর্টের ব্যক্তিগত তথ্য পৃষ্ঠার ফটোকপি।
  • নিজের একটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট-আকারের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সহ ১.৫ ইঞ্চি x ১.৫  ইঞ্চি)।
  • ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
  •  নেপালে হোটেল বুকিং কপি যেখানে হোটেলের নাম, ঠিকানা এবং আপনার নাম উল্ল্যেখ থাকবে।
  • ঢাকা-কাঠমন্ডু-ঢাকার ফিরতি ফ্লাইটের টিকিট কপি।
  • ব্যবসায়ী হলে ট্রেডলাইসেন্সের ফটোকপি। অবশ্যই নোটারি করে জমা দিতে হবে। ট্রেড লাইসেন্স বাংলায় থাকলে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। অবশ্যই ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। অন্যথায় এটি গ্রহন করা হবে না।
  • ভিজিটিং কার্ড অনলাইনে সাবমিট করতে হবে।
  • অফিস আইডি কার্ড অনলাইনে সাবমিট করতে হবে।
  • চাকুরীজীবী হলে অফিসের প্যাডে এন ও সি লেটারে কপি, ভিজিটিং কার্ড।
  • স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড এবং স্কুল/কলেজ/ইউনিভার্সিটির প্যাডে এন ও সি লেটার।
  • গ্রুপ ভিসা হলে অর্গানাইজেশনের লেটার হ্যাডে প্রত্যেক যাত্রীর নাম ও পাসপোর্ট নাম্বার সহকারে চিঠি।

নেপাল ভিসা ফি

সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা বিনামূল্যে দেয়া হয়। তবে একজন পর্যটক যদি একই বছরে পুনরায় ভিসার জন্য আবেদন করে তবে তাকে ভিসা ফি দিতে হবে।

ভিসার ধরনভিসা ফি ভিসা প্রসেসের সময়
১৫ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা২৭০০ টাকা২ থেকে ৩ কর্ম দিবস
৩০ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা৪৫০০ টাকা ২ থেকে ৩ কর্ম দিবস
৯০ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা ১১২৫০ টাকা ২ থেকে ৩ কর্ম দিবস
নেপাল টুরিস্ট ভিসা ফি

পাসপোর্ট জমা দেবার সময়ঃ প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত

পাসপোর্ট ডেলিভারি নেবার সময়ঃ প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ০ঃ৪৩০ টা থেকে দুপুর ৫ঃ০০ পর্যন্ত

নেপাল এম্বাসির ঠিকানাঃ

Embassy of Nepal:United Nations Road, Road No. 2
Baridhara Diplomatic Enclave
Dhaka – 1212
Bangladesh
Telephones:+88-02- 222292568, 222292490
Fax: +88-02-8832590
E-mail:eondhaka@dhaka.net, eondhaka@mofa.gov.np
Website:bd.nepalembassy.gov.np
নেপাল এম্বাসির ঠিকানা