জাজিরা এয়ারওয়েজ টিকিট চেক করার আগে সংক্ষেপে বিমান সংস্থাটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। জাজিরা এয়ারওয়েজ কুয়েতর একটি বিমান সংস্থা। এর সদর দপ্তর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। এই বিমান সংস্থাটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তাদের বহরে মোট বিমান সংখ্যা ১৩ টি এবং সংস্থাটি পৃথিবীর ৩৪ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে।
জাজিরা এয়ারওয়েজ ফ্লাইটের টিকিট চেক করতে হলে বাম পাশের লিংকে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর মেন্যু বার থেকে “Manage Booking” বাটনে ক্লিক করলে “Booking Ref.” এবং “Email/Last Name” দেবার অপশন আসবে। আপনার টিকিটে থাকা পি. এন. আর/Booking Ref. নম্বর এবং আপনার নামের শেষ অংশ নির্ধারিত স্থানে বসিয়ে “Manage Booking” বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার টিকিটের সব তথ্য চলে আসছে। কোন কারনে আপনার টিকিটের তথ্য না আসলে দ্রুত যেখান থেকে টিকিট করেছেন সেখানে যোগাযোগ করুন।
0 Comment