ইন্ডিগো এয়ারলাইন্স টিকিট চেক করার আগে সংক্ষেপে বিমান সংস্থাটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। ইন্ডিগো এয়ারলাইন্স ভারতের স্বল্প-খরচের একটি বিমান সংস্থা। এর সদর দপ্তর ইন্ডিয়ার গুরুগ্রামে অবস্থিত। ২০০৫ সালে এই বিমান সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তাদের বহরে মোট বিমান সংখ্যা ২৭২ টি এবং সংস্থাটি পৃথিবীর ৮৭ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী তাদের এমপ্লয়ি সংখ্যা ২৩,৫৩১ জন।
ইন্ডিগো এয়ারলাইন্স টিকিট চেক করতে হলে বাম পাশের লিংকে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর মেন্যু বার থেকে “MANAGE” অপশনে গিয়ে “View/Edit Booking” অপশনে ক্লিক করলে নীচের ছবির মত একটি পেইজ আসবে। এখান থেকেই আপনি আপনার টিকিট চেক করতে পারবেন। চেক করার জন্য এখানে দুটি অপশন দেয়া আছে।
- Retrieve Itinerary using PNR
- Retrieve Itinerary without PNR
Retrieve Itinerary using PNR:
এই অপশনের মাধ্যমে টিকিট চেক করতে চাইলে আপনার টিকিটে থাকা “PNR/Booking Reference” নম্বর এবং “Email/Last Name” নির্ধারিত স্থানে বসিয়ে “Get Itinerary” বাটনে ক্লিক করতে হবে
Retrieve Itinerary without PNR:
এই অপশনের মাধ্যমে টিকিট চেক করতে চাইলে আপনার টিকিটের কিছু তথ্য এখানে দিতে হবে। যেমনঃ Country Code, ফোন নম্বর (Mobile Number), ফ্লাইটের ডেট (Departure Date), কোথা থেকে যাচ্ছেন (From) এবং কোথায় যাচ্ছেন (To) । এই তথ্যগুলো নির্ধারিত স্থানে বসিয়ে “Get Itinerary” বাটনে ক্লিক করতে হবে।
বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার টিকিটের সব তথ্য চলে আসছে। কোন কারনে আপনার টিকিটের তথ্য না আসলে দ্রুত যেখান থেকে টিকিট করেছেন সেখানে যোগাযোগ করুন।