এয়ার এরাবিয়া আরব আমিরাতের একটি লো কষ্ট এয়ারলাইন্স। এর হেড কোয়ার্টার দুবাইয়ের শারজাহ তে অবস্থিত। এর বহরে ৪৩ টি বিমান রয়েছে এবং এয়ার এরাবিয়া বিশ্বের প্রায় ১৭০ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে।
এয়ার এরাবিয়া এয়ারলাইন্স টিকিট চেক করতে হলে প্রথমে এয়ার এরাবিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেটা হবে তারপর মেন্যু বার থেকে “Manage” বাটনে ক্লিক করুন।
Manage বাটনে ক্লিক করার পর একটি পেইজে অনেকগুল অপশন দেখতে পাবেন। এখান থেকে “Modify flight” বাটনে ক্লিক করুন।
এবার আপনার টিকিট কপিতে থাকা “Reservation Number” “Contact Person Last Name” এবং “Departure Date” যথাস্থানে বসিয়ে “Continue” বাটনে ক্লিক করলে আপনার টিকিটের সব তথ্য চলে আসবে। আপনার টিকিট দেখে এই তথ্যের সাথে মিলিয়ে নিন।
কোন কারনে টিকিট চেক করতে না পারলে আপনার ট্রাভেল এজেন্টের সাথে দ্রুত যোগাযোগ করুন।
0 Comment