মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়ার পতাকাবাহী বিমান সংস্থা। এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেপাং এ অবস্থিত। প্রতিষ্ঠানটির বহরে ৮১ টি বিমান রয়েছে এবং সংস্থাটি বিশ্বের ৬৪ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে।

মালয়েশিয়া এয়ারলাইন্স টিকেট চেক করতে হলে প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। মালয়েশিয়া এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে এই লিঙ্কে ক্লিক করুন।

ওয়েবসাইটে যাবার পর মেন্যু বার থেকে “MANAGE” বাটনে ক্লিক করুন। এবার আপনার টিকিটে থাকা পি এন আর (PNR) নম্বর “Booking Reference Number” এর জায়গায় এবং আপনার নামের শেষের অংশ “Last Name” এর জায়গায় দিয়ে “Manage Booking” এ ক্লিক করুন।

মালয়েশিয়া এয়ারলাইন্স টিকেট চেক করার পদ্ধতি

ব্যাস আপনার টিকিটের সব তথ্য এবার এই ওয়েবসাইটে দেখতে পাবেন। আপনার টিকিটের তথ্য যদি প্রদর্শিত না হয় তাহলে দ্রুত আপনার ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।

আমাদের পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল।