যারা বাহরাইনে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাচ্ছেন তারা সবাই ভিসা পাবার পর নিজে নিজে ভিসা চেক করে নিবেন। এতে করে আপনি প্রতারনার হাত থেকে বেঁচে যাবেন। বাহরাইনের ওয়ার্ক পারিমিট ভিসা চেক করতে হলে প্রথমে আপনি নীচের লিংক এ ক্লিক করুন। আপনার সামনে বাহরাইনের একটি ওয়েবসাইট ওপেন হবে।
বাহরাইনের ভিসা চেক করতে এখানে ক্লিক করুন।
এবার মেন্যুবার থেকে Service বাটনে ক্লিক করে Express Service সিলেক্ট করুন।
Express Service সিলেক্ট করার পর নীচের ছবির মত একটি উইন্দুপেন হবে। এবার আপনার Identity Card, Work Permit, Application ID অথবা Passport নাম্বার এর মধ্যে যেকোন একটি সিলেক্ট করুন এবং ঐ নাম্বারটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনি আপনার ভিসার সব তথ্য পেয়ে যাবেন।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ…
0 Comment