এমিরেটস এয়ারলাইন্স ইউনাইটেড আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। এর সদর দপ্তর দুবাইয়ের গারাউদে অবস্তিত। এমিরেটস এয়ারলাইন্সের বহরে ২৫২ টি বিমান রয়েছে এবং এটি প্রায় ১৫৭ টি ডেসটিনেশনে ফ্লাইট পরিচালনা করছে। ২০২০ সাল পর্যন্ত তাদের কর্মকর্তার সংখ্যা ছিল ৫৯৫১৯ জন।
এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক করতে হলে প্রথমে এমিরেটস এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবার মেন্যু বার থেকে “Manage booking/Check in” বাটন সিলেক্ট করলে একটি ফর্মের মোট অপশন আসবে। এবার এখানে “Last name” ও “Booking reference” নাম্বার দিয়ে “Manage booking” বাটনে ক্লিক করুন। আপনার টিকিটের তথ্য ঠিক থাকলে আপনার টিকিটের সব তথ্য এখন দেখতে পাবেন।
টিকিটের তথ্য ঠিক না থাকলে “incorrect” লেখা আসবে। যদি আপনার টিকিটের তথ্য দেখতে না পান তাহলে দ্রুত আপনার ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করুন।
পোস্টটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরধ রইল।
0 Comment