অনেকেই ভিসা পাওয়ার পরও দুশ্চিন্তায় থাকেন যে এটা কি আসল ভিসা নাকি জাল। তাই ঘরে বসে সহজেই কুয়েত ভিসা চেক করার প্রক্রিয়া জেনে নিন আর নিশ্চিত হোন আপনার ভিসা ঠিক আছে কিনা! কুয়েত ভিসা চেক করতে হলে প্রথমে গুগল সার্চ বক্সে Kuwait visa status লিখে এন্টার করুন।
আপনার সামনে এই সাইটটি https://www.moi.gov.kw/ ওপেন হবে। সাইটটি কুয়েত গভর্নমেন্ট (.gov) এর একটি সাইট। এবার দেখুন এখানে Visa Application Number এবং Captcha text দেয়ার অপশন আছে। সঠিকভাবে আপনার ভিসা এপ্লিকেশন নম্বর এবং ক্যাপচা টেক্সট পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। Application Status: Approved হলে বুঝতে হবে আপনার ভিসাটি ঠিক আছে।
তাছাড়া আপনার ভিসার অবস্থা অনুযায়ী লেখা দেখতে পাবেন যেমনঃ Rejected, Pending, Under Process ইত্যাদি। এভাবে আপনি আপনার ভিসাটি নিজে নিজেই চেক করে নিতে পারবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
0 Comment